ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯৪
স্ত্রীর ভরণপোষণ প্রদানে অক্ষম হলে বিবাহ বিচ্ছেদ
(১৬৯৪) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব বলতেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যয়ভার বহনে অক্ষম হয় তাহলে তার বিবাহ ভেঙ্গে দিতে হবে। (আব্দুর রাযযাক সহীহ সনদে সায়ীদ ইবন মুসাইয়িবের এই মতটি উদ্ধৃত করেছেন, যাতে তিনি অতিরিক্ত বলেছেন, উক্ত স্বামীকে বাধ্য করা হবে স্ত্রীকে তালাক দিতে)।
عن سعيد ابن المسيب أنه كان يقول: إذا لم يجد الرجل ما ينفق على امرأته فرق بينهما... أجبر على طلاقها
