ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯২
পুরুষত্বহীন স্বামীকে একবছর সময় দিতে হবে, এর মধ্যে সে সক্ষমতা অর্জন না করলে বিবাহ ভেঙ্গে দিতে হবে এবং তা তালাক বলে গণ্য হবে
(১৬৯২) হাসান বসরি উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণনা করেন, এক মহিলা তার কাছে এসে অভিযোগ করে, তার স্বামী স্ত্রীগমনে সক্ষম নয় । তখন উমার রা. তার জন্য এক বছর সময় দেন। একবছর পূর্ণ হলেও স্বামী স্ত্রীর নিকট গমন করতে পারে না। তখন উমার রা. স্ত্রীকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রদান করেন । স্ত্রী বিবাহ ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেয় । তখন উমার রা. উভয়কে বিচ্ছিন্ন করে দেন এবং এই বিচ্ছিন্নতার নির্দেশকে একটি বায়িন তালাক হিসাবে গণ্য করেন।
عن الحسن عن عمر بن الخطاب رضي الله عنه أن امرأة أتته فأخبرته أن زوجها لا يصل إليها فأجله حولا فلما انقضى حول ولم يصل إليها خيرها فاختارت نفسها ففرق بينهما عمر وجعلها تطليقة بائنة
