ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৯১
তালাক - ডিভোর্স অধ্যায়
পুরুষত্বহীন স্বামীকে একবছর সময় দিতে হবে, এর মধ্যে সে সক্ষমতা অর্জন না করলে বিবাহ ভেঙ্গে দিতে হবে এবং তা তালাক বলে গণ্য হবে
(১৬৯১) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, পুরুষত্বহীন (impotent) স্বামীকে একবছর সময় প্রদান করতে হবে। এসময়ের মধ্যে সে স্ত্রীগমনে সক্ষম না হলে বিবাহ ভেঙ্গে দিতে হবে এবং স্ত্রী তার মোহর পাবে।
كتاب الطلاق
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: يؤجل العنين سنة فإن وصل إليها وإلا فرق بينهما ولها الصداق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৯১ | মুসলিম বাংলা