ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯০
মোহর বা তার অতিরিক্ত কিছু দিয়ে ‘খোলা' করা
(১৬৯০) আব্দুল্লাহ ইবন উমার রা.র স্ত্রী সাফিয়্যা বিনতু আবী উবাইদের একজন আযাদকৃত দাসী বলেন, তিনি তার যা কিছু ছিল সবকিছু স্বামীকে প্রদান করে স্বামীর নিকট থেকে 'খোলা' বা বিবাহ বিচ্ছেদ গ্রহণ করেন । এতে আব্দুল্লাহ ইবন উমার রা. কোনো আপত্তি করেন নি।**
عن مولاة لصفية بنت أبي عبيد أنها اختلعت من زوجها بكل شيء لها فلم ينكر ذلك عبد الله بن عمر رضي الله عنهما
