ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৮৫
তালাক - ডিভোর্স অধ্যায়
প্রথম স্বামী যদি স্ত্রীকে তিনের কম তালাক প্রদান করেন, অতঃপর স্ত্রী দ্বিতীয় স্বামীকে বিবাহ করেন এবং দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পরে প্রথম স্বামী স্ত্রীকে পুনরায় বিবাহ করেন তাহলে তিনি কয়টি তালাকে অধিকারী হবেন
(১৬৮৫) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, হালালকারী বা যে ব্যক্তি হালাল করার জন্য (হিলা) বিবাহ করে এবং যার জন্য তা করা হয় উভয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিসম্পাত বা লানত করেছেন।
كتاب الطلاق
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হাদীসের ব্যাখ্যা হল, হিলা বা হালাল করার শর্তে বিবাহ মাকরূহ । শর্তহীন বিবাহ আপত্তিকর নয়। হাদীসের 'হালালকারী' শব্দ থেকে বোঝা যায় যে, এইরূপ বিবাহ হয়ে যাবে। আল্লাহই ভালো জানেন।