ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৮৪
প্রথম স্বামী যদি স্ত্রীকে তিনের কম তালাক প্রদান করেন, অতঃপর স্ত্রী দ্বিতীয় স্বামীকে বিবাহ করেন এবং দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পরে প্রথম স্বামী স্ত্রীকে পুনরায় বিবাহ করেন তাহলে তিনি কয়টি তালাকে অধিকারী হবেন
(১৬৮৪) তাবিয়ি সায়ীদ ইবন জুবাইর (৪৫-৯৫ হি.) বলেন, আমি (সাহাবি আব্দুল্লাহ ইবন মাসউদের ভাতিজা, প্রখ্যাত তাবিয়ি) আব্দুল্লাহ ইবন উতবা ইবন মাসউদ (১০-৭০ হি.) এর নিকট বসে ছিলাম। এমতাবস্থায় এক বেদুঈন এসে তাকে প্রশ্ন করল, একব্যক্তি নিজের স্ত্রীকে এক তালাক বা দুই তালাক প্রদান করেন। অতঃপর ইদ্দত অতিক্রান্ত হওয়ার পরে স্ত্রী অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আব্দ্ধ হন। দ্বিতীয় স্বামী উক্ত স্ত্রীর সাথে সংসার করার পরে মৃত্যুবরণ করেন, অথবা তাকে তালাক দেন। এরপর ইদ্দত শেষে প্রথম স্বামী পুনরায় সেই স্ত্রীকে যদি বিবাহ করতে চান তাহলে তিনি কয়টি তালাকের অধিকারী হবেন? (আগের বাকি একটি বা দুইটি তালাক, নাকি নতুন বিবাহ হিসাবে তিনি আবার তিনটি তালাকের অধিকারী হবেন?) তখন আব্দুল্লাহ ইবন উতবা আমাকে বললেন, তুমি এর উত্তর দাও। এরপর তিনি বলেন, এ বিষয়ে আব্দুল্লাহ ইবন আব্বাস রা. কী বলেন? আমি বললাম, তিনি বলেন, দ্বিতীয় বিবাহের ফলে প্রথম বারের বাকি তালাকের অধিকার নষ্ট হয়ে যাবে (নতুন বিবাহের কারণে তিনি পুনরায় তিনটি তালাকের অধিকারী হবেন) । তিনি বলেন, তুমি কি ইবন উমার রা. থেকে এ বিষয়ে কিছু শুনেছ? আমি বললাম, না । তিনি বলেন, তার সাথে তোমার সাক্ষাত হলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবে। পরে ইবন উমার রা.র সাথে আমার সাক্ষাত হলে আমি তাকে এ বিষয়ে প্রশ্ন করি । তিনিও আব্দুল্লাহ ইবন আব্বাস রা.র মতের মতোই মত প্রকাশ করেন।
عن سعيد بن جبير قال: كنت جالسا عند عبد الله بن عتبة بن مسعود إذ جاءه أعرابي فسأله عن رجل طلق امرأته تطليقة أو تطليقتين ثم انقضت عدتها فتزوجت زوجا غيره فدخل بها ثم مات عنها أو طلقها ثم انقضت عدتها وأراد الأول أن يتزوجها على كم هي عنده؟ قال: فقال لي أجبه. ثم قال: ما يقول ابن عباس رضي الله عنه فيها؟ فقلت له: يهدم الزوج الثاني الواحدة والثنتين والثلاث. قال: سمعت من ابن عمر رضي الله عنه فيها شيئا؟ فقال: فقلت: لا. قال: إذا لقيته فاسأله. قال: فلقيت ابن عمر رضي الله عنه فسألته عنها فقال فيها مثل قول ابن عباس رضي الله عنه
