ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৮৬
'খোলা' বা স্ত্রীর দেওয়া অর্থের বিনিময়ে স্ত্রীকে পরিত্যাগ করা এক তালাক বলে গণ্য
(১৬৮৬) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (৪৫-৯৫ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খোলাকে একটি বায়িন তালাক বলে গণ্য করেছেন ।
عن سعيد بن المسيب: جعل رسول الله صلى الله عليه وسلم الخلع تطليقة بائنة

হাদীসের ব্যাখ্যা:

স্ত্রীর অনুরোধে এবং তার প্রদত্ত অর্থের বিনিময়ে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দেন তবে একে 'খোলা' বলা হয়। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান