ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৭৬
তালাক - ডিভোর্স অধ্যায়
তালাকের সাথে ‘ইনশাআল্লাহ' বলা
(১৬৭৬) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে ইনশাআল্লাহ (যদি আল্লাহ চান তবে) তুমি তালাকপ্রাপ্তা, তাহলে সে 'ইনশাআল্লাহ'র সুবিধা লাভ করবে এবং কোনো তালাক হবে না।
كتاب الطلاق
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: إذا قال لامرأته أنت طالق إن شاء الله قله الاستثناء ولا طلاق عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৭৬ | মুসলিম বাংলা