ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৭৫
বিবাহের আগে তালাক হয় না
(১৬৭৫) মিসওয়ার ইবন মাখরামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিবাহের পূর্বে তালাক হয় না।
عن المسور بن مخرمة رضي الله عنه مرفوعا قال: لا طلاق قبل النكاح

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, আবু বাকর রাযি আল-জাসসাস (৩৭০ হি.) তার 'আহকামুল কুরআন' গ্রন্থে উল্লেখ করেছেন যে, তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন 'বিবাহের আগে তালাক হয় না' কথাটির অর্থ হল, কোনো মানুষকে যদি বলা হয় যে, তুমি অমুক মহিলাকে বিবাহ করো, তখন যদি সে বলে আমি তাকে তালাক দিলাম। এই কথার ফলে কোনো তালাক হবে না । কিন্তু যদি কেউ বলে যে, আমি যদি অমুক মহিলাকে বিবাহ করি তাহলে সে তালাক প্রাপ্তা, তবে এই মহিলাকে বিবাহ করলে সে তালাক প্রাপ্তা হবে। কারণ এক্ষেত্রে সে তো বিবাহের পরেই তালাক দিয়েছে। আব্দুর রাযযাকও অনুরূপ মতামত যুহরি থেকে উদ্ধৃত করেছেন । মালিক সনদহীনভাবে উমার রা., ইবন উমার রা. ও ইবন মাসউদ রা. থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান