ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৭৭
তালাক - ডিভোর্স অধ্যায়
ইঙ্গিতে তালাক দেওয়া
(১৬৭৭) ইবন মাসউদ রা. বলেন, যদি কেউ তার স্ত্রীকে বলে, “তোমার বিষয় তোমারই হাতে', অথবা বলে, ‘তোমার বিষয় তুমি নতুন করে শুরু করো', অথবা তাকে তার পরিবারের কাছে হেবা করে এবং তার পরিবার তাকে গ্রহণ করে তাহলে তা একটি বায়িন তালাক বলে গণ্য হবে।
كتاب الطلاق
عن عبد الله رضي الله عنه قال: إذا قال لامرأته: أمرك بيدك أو استفتحي بأمرك أو وهبها لأهلها فقبلوها فهي واحدة بائنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান