ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৬১
একত্রে তিন তালাক দেওয়া মাকরূহ, তবে দিলে তিন তালাকই হবে
(১৬৬১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শুনতে পান যে, একব্যক্তি তার স্ত্রীকে আলবাত্তা' বা নিশ্চিত তালাক দিয়েছে। তখন তিনি রাগন্বিত হন এবং বলেন, এরা আল্লাহর আয়াতকে তামাশার বিষয় বানিয়ে নিচ্ছে। যে ব্যক্তি আলবাত্তা’ (আলবৎ) বা পূর্ণ তালাক দিবে আমরা তার তালাক তিন তালাক হিসাবে গণ্য করব। সেই স্ত্রী আর তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করবে।
عن علي رضي الله عنه قال: سمع النبي صلى الله عليه وسلم رجلا طلق البتة فغضب وقال: تتخذون آيات الله هزوا... من طلق البتة ألزمناه ثلاثا لا تحل له حتى تنكح زوجا غيره
