ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৬০
একত্রে তিন তালাক দেওয়া মাকরূহ, তবে দিলে তিন তালাকই হবে
(১৬৬০) মাহমুদ ইবন লাবীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সংবাদ দেওয়া হয় যে, একব্যক্তি তার স্ত্রীকে একত্রে তিন তালাক প্রদান করেছে। তখন তিনি রাগন্বিত হয়ে উঠে দাঁড়ান, অতঃপর বলেন, আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকতেই আল্লাহর কিতাব নিয়ে খেল-তামাশা করা হচ্ছে?!
عن محمود بن لبيد رضي الله عنه قال: أخبر رسول الله صلى الله عليه وسلم عن رجل طلق امرأته ثلاث تطليقات جميعا فقام غضبانا ثم قال: أيلعب بكتاب الله وأنا بين أظهركم؟
