ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৫৯
সুন্নত তালাক ও বিদআত তালাক
(১৬৫৯) মুআয রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, হে মুআয, যদি কেউ বিদআত পদ্ধতিতে এক, দুই বা তিন তালাক প্রদান করে, তবে আমরা তার বিদআত মানতে তাকে বাধ্য করব।
عن معاذ رضي الله عنه مرفوعا: يا معاذ من طلق للبدعة واحدة أو اثنتين أو ثلاثا ألزمناه بدعته
