ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৫৬
কীভাবে তালাক প্রদান করা মুসতাহাব
(১৬৫৬) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, তারা (সাহাবিগণ) পছন্দ করতেন যে, স্বামী স্ত্রীকে এক তালাক প্রদান করবে। এরপর সে স্ত্রীকে তিন ঋতুস্রাব পর্যন্ত রেখে দেবে।
عن إبراهيم قال: كانوا يستحبون أن يطلقها واحدة ثم يتركها حتى تحيض ثلاث حيض
