ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৫৭
তালাক - ডিভোর্স অধ্যায়
সুন্নত তালাক ও বিদআত তালাক
(১৬৫৭) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, সুন্নত তালাক হল যে, স্ত্রী ঋতু থেকে পবিত্র হওয়ার পরে স্বামী স্ত্রীর সাথে মিলিত হয় নি এরূপ অবস্থায় স্বামী স্ত্রীকে তালাক দিবে।
كتاب الطلاق
عن عبد الله رضي الله عنه قال: طلاق السنة أن يطلقها طاهرا في جماع