ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৪৯
দুই বছরের পরে দুধপান করলে বিবাহ হারাম হয় না
(১৬৪৯) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে দুধপান স্তন থেকে করা হয়, যা শিশুর অন্ত্র উন্মোচিত করে (শিশুর ক্ষুধা মিটায় ও মূল পুষ্টি দেয়) এবং দুধ ছাড়ানোর পূর্বে হয় সেই দুধপানই বিবাহ হারাম করে।
عن أم سلمة رضي الله عنها مرفوعا: لا يحرم من الرضاعة إلا ما فتق الأمعاء في الثدي وكان قبل الفطام
