ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৪৮
দুই বছরের পরে দুধপান করলে বিবাহ হারাম হয় না
(১৬৪৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, শুধুমাত্র ক্ষুধার জন্য দুধপানই দুধপান। (অর্থাৎ যে বয়সে শিশু অন্য কিছু খেতে পারে না জীবন ধারণের জন্যই তার দুধের প্রয়োজন সেই সময়ের দুধপানই দুধ-সম্পর্ক সৃষ্টি করবে)।
عن عائشة رضي الله عنها مرفوعا: إنما الرضاعة من المجاعة
