ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৪২
স্ত্রীগমনের ইচ্ছা করলে কী বলবে
(১৬৪২) ইবন আব্বাস রা. বলেন, তোমাদের কেউ স্ত্রীগমনের ইচ্ছা করলে সে বলবে, 'আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন এবং আমাদেরকে যে রিযিক (সন্তান) প্রদান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন। যদি সেই মিলনে তাদের ভাগ্যে সন্তান লাভ ঘটে তবে সেই সন্তানকে শয়তান কখনোই ক্ষতি করতে পারবে না।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: لو أن أحدهم إذا أراد أن يأتي أهله قال: باسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا
