ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৪১
 বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৪১) জাবির রা. বলেন, একব্যক্তি তার ক্রীতদাসী স্ত্রীর সাথে মিলনে আযল করার বিষয়ে প্রশ্ন করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি ইচ্ছা করলে তার সাথে আযল করতে পার।
كتاب النكاح
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لمولى أمة حين سأل عن العزل: إغزل عنها إن شئت