ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৪৩
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের মধ্যে কম বা বেশী দুধ পান করলে বিবাহ হারাম হবে
(১৬৪৩) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, দুই বছরের মধ্যে শিশু যে দুধ পান করে, তা যদি এক চুমুকও হয় তাহলেও তা দুধ-সম্পর্ক সৃষ্টি করে বিবাহ হারাম করে। (অর্থাৎ দুইবছর বয়সের সময়কালের মধ্যে শিশু যদি কোনো মহিলার বুকের দুধ এক চুমুকও পান করে তবে সেই মহিলা তার দুধ-মা বলে গণ্য হবেন এবং সেই মহিলা ও তার বংশধরদের সাথে দুধ-সম্পর্কে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে)।
كتاب النكاح
عن عبد الله بن عباس رضي الله عنهما أنه كان يقول: ما كان في الحولين وإن كان مصة واحدة فهو يحرم
tahqiqতাহকীক:তাহকীক চলমান