ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৩৯
বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৩৯) জুদামাহ বিনতু ওয়াব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আয্ল' সম্পর্কে বলেন, এ হল গোপন কবর দান।
كتاب النكاح
عن جدامة بنت وهب رضي الله عنها عن العزل] مرفوعا: ذلك الوأد الخفي
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৩৯ | মুসলিম বাংলা