ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৩৮
'আয্ল'
(১৬৩৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা 'আয্ল' করতাম (সন্তানের জন্ম রোধের জন্য মিলনের সময় স্ত্রীঅঙ্গের মধ্যে বীর্যপাত থেকে বিরত থাকাকে আল বলা হয়)। বিষয়টি তিনি অবগত হন। কিন্তু তিনি আমাদেরকে তা থেকে নিষেধ করেন নি।
عن جابر رضي الله عنه قال: كنا نعزل على عهد رسول الله صلى الله عليه وسلم فبلغ ذلك نبي الله صلى الله عليه وسلم فلم ينهنا عنه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৩৮ | মুসলিম বাংলা