ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০৭
সর্বনিম্ন মোহর, কখন ওয়াজিব হবে, মোহর ও খোরপোষ সংক্রান্ত বিষয়াদি
(১৬০৭) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তাকে একব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়, যিনি মোহর নির্ধারণ ব্যতিরেকেই এক মহিলাকে বিবাহ করেন এবং সেই স্ত্রীর নিকট গমনের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। তখন ইবন মাসউদ রা. বলেন, এই মহিলা তার বংশের ও সমপর্যায়ের অন্যান্য মহিলাদের সমপরিমাণ মোহর পাবেন। কোনো প্রকারের কমবেশী করা যাবে না। তাকে ইদ্দত পালন করতে হবে এবং তিনি মৃত স্বামীর উত্তরাধিকারী হবেন । তখন মা'কিল ইবন সিনান আশজায়ি রা. দাঁড়িয়ে বলেন, আপনি যে ফয়সালা প্রদান করলেন রাসূলুল্লাহ (ﷺ) বিরওয়া বিনতু ওয়াশিক নামক আমাদের বংশের এক মেয়ের বিষয়ে অনুরূপ ফয়সালা প্রদান করেন। তখন ইবন মাসউদ এতে আনন্দিত হন ।
عن ابن مسعود رضي الله عنه أنه سئل عن رجل تزوج امرأة ولم يفرض لها صداقا ولم يدخل بها حتى مات فقال ابن مسعود: لها (مثل) صداق نسائها لا وكس ولا شطط وعليها العدة ولها الميراث فقام معقل بن سنان الأشجعي فقال قضى رسول الله صلى الله عليه وسلم في بروع بنت واشق امرأة منا مثل الذي قضيت ففرح بها ابن مسعود
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬০৭ | মুসলিম বাংলা