ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬০৮
সর্বনিম্ন মোহর, কখন ওয়াজিব হবে, মোহর ও খোরপোষ সংক্রান্ত বিষয়াদি
(১৬০৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোনো মহিলাকে মোহর নির্ধারণ না করেই বিবাহ করেন এবং সেই স্ত্রীর নিকট গমনের বা বাসরের পূর্বেই তাকে তালাক দেন সেই ব্যক্তিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন (সূরা বাকারার ২৩৬ আয়াতে) উক্ত স্ত্রীকে কিছু সম্পদ প্রদানের, নির্দেশ দিয়েছেন তার সচ্ছলতা ও অসচ্ছলতা অনুসারে। যদি উক্ত ব্যক্তি বিত্তবান হয় তাহলে স্ত্রীকে একটি ক্রীতদাসী বা অনুরূপ কোনো সম্পদ প্রদান করবে। আর যদি সে অসচ্ছল হয় তাহলে তাকে তিনটি পোশাক বা অনুরূপ কিছু প্রদান করবে।
عن ابن عباس رضي الله عنهما: الرجل يتزوج المرأة ولم يسم لها صداقا ثم طلقها من قبل أن ينكحها فأمر الله تعالى أن يمتعها على قدر يسره وعسره فإن كان موسرا متعها بخادم أو نحو ذلك وإن كان معسرا فبثلاثة أثواب أو نحو ذلك
