ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০৬
সর্বনিম্ন মোহর, কখন ওয়াজিব হবে, মোহর ও খোরপোষ সংক্রান্ত বিষয়াদি
(১৬০৬) যাইদ ইবন সাবিত রা. বলেন, যখন কোনো মানুষ তার স্ত্রীর নিকট গমন করে এবং তাদের উভয়কে একত্র অবস্থায় পর্দা টাঙিয়ে দেওয়া হয় তখনই মোহর ওয়াজিব হয়ে যায়।
عن زيد بن ثابت رضي الله عنه قال: إذا دخل الرجل بامرأته وأرخيت الستور فقد وجب الصداق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬০৬ | মুসলিম বাংলা