ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৮৯
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৯) তাবিয়ি কাতাদাহ (মৃ. ১১৫ হি.) ও তাবিয়ি আবু হাশিম (মৃ. ১২২ হি.) থেকে বর্ণিত, তাঁরা উভয়েই মতপ্রকাশ করেন যে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মাতা বা কন্যাকে চুমু খায় তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে।
كتاب النكاح
عن قتادة وأبي هاشم في الرجل يقبل أم امرأته أو ابنتها قالا حرمت عليه امرأته
tahqiqতাহকীক:তাহকীক চলমান