ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৮৮
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৮) উম্মু হানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে, যদি কেউ কোনো মহিলার গুপ্তাঙ্গের প্রতি দৃষ্টিপাত করে তাহলে উক্ত মহিলার মাতা ও কন্যা উক্ত ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে।
عن أم هانئ رضي الله عنها مرفوعا: من نظر إلى فرج امرأة حرمت عليه أمها وابنتها

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি শুধুমাত্র হাজ্জাজ ইবন আরতাআ (মৃ. ১৪৫ হি.) নামক একজন তাবি’-তাবিয়ি কর্তৃক বর্ণিত। তিনি বলেছেন যে, উম্মু হানি বা আবু হানি থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন। হাজ্জাজ ইবন আরতাআ মুহাদ্দিসগণের নিকট অত্যন্ত দুর্বল হাদীস বর্ণনাকারী। এছাড়া তিনি সাহাবি উম্মু হানিকে কখনোই দেখেন নি বা তার থেকে কোনো হাদীস শুনেন নি। উম্মু হানির মৃত্যুর অর্ধশতাব্দী পরে তার জন্ম । এজন্য হাদীসের সনদ বিচ্ছিন্ন। হাজ্জাজ ইবন আরতাত্মাকে কোনো কোনো মুহাদ্দিসের বর্ণনার আলোকে মোটামুটি গ্রহণযোগ্য বলে গণ্য করা যেতে পারে বলে গ্রন্থকার মন্তব্য করেছেন। ( গ্রন্থকারের টীকার আলোকে)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান