ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৮৭
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৭) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (মৃ. ৯৩ হি.) ও তাবিয়ি হাসান বসরি (মৃ. ১১০ হি.) বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তবে সে তার কন্যাকে এবং তার মাতাকে বিবাহ করতে পারবে না।
عن سعيد بن المسيب والحسن قالا: إذا زنى الرجل بالمرأة فليس له أن يتزوج ابنتها ولا أمها

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, বুখারি ও মুসলিম সঙ্কলিত একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, উতবা ইবন আবী ওয়াক্কাস তার ভাই সাহাবি সা'দ ইবন আবী ওয়াক্কাস রা.কে ওসীয়ত করেন যে, যামআ ইবন কাইসের ক্রীতদাসীর (আব্দুর রাহমান নামক) সন্তানটি আমার ঔরসজাত। তুমি তাকে নিয়ে নেবে। এই যামআ ইবন কাইস ছিলেন নবী-পত্নী সাওদার পিতা। তিনি মক্কা বিজয়ের পূর্বে মৃত্যুবরণ করেন । মক্কা বিজয়ের দিনে সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. যামআর পুত্র আবদ ইবন যামআর নিকট থেকে এই ছেলেটিকে কেড়ে নিতে চেষ্টা করেন । একপর্যায়ে তার উভয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বিচার প্রদান করেন। সা’দ রা. বলেন, আমার ভাই আমাকে ওসিয়ত করেছেন যে, এই সন্তানটি তার ঔরসজাত। আবদ ইবন যামআ রা. বলেন, এই ছেলেটি আমার ভাই । আমার পিতার ঘরে তারই ক্রীতদাসীর গর্ভে তার জন্ম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যার ঘরে জন্মগ্রহণ করেছে, সন্তানটি তারই বলে গণ্য করা হবে । ছেলেটিকে যামআর পুত্র হিসাবে তিনি তাকে আবদ ইবন যামআর নিকট সমর্পণ করেন । তবে উতবা ইবন আবী ওয়াক্কাসের সাথে বালকটির আকৃতির অতিশয় সাদৃশ্য দেখে তিনি নবী-পত্নী সাওদাকে বলেন, ছেলেটি আইনগতভাবে তোমার ভাই বলে গণ্য হলেও তুমি তার থেকে পর্দা করবে।

গ্রন্থকার বলেন, সাওদাকে পর্দা করার নির্দেশ দ্বারা বোঝা যায় যে, ব্যভিচারের দ্বারাও বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৮৭ | মুসলিম বাংলা