ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৮৫
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৫) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে ব্যভিচার করলে তার বিধান সম্পর্কে তিনি বলেন, লোকটি দুইটি নিষেধাজ্ঞা অতিক্রম করে হারাম কর্মে লিপ্ত হয়েছে। তবে এজন্য তার স্ত্রী তার উপর অবৈধ বা হারাম হয়ে যাবে না।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما في رجل غشي أم امرأته قال تخطى حرمتين ولا تحرم عليه امرأته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৮৫ | মুসলিম বাংলা