ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৮৪
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হারাম কর্ম হালাল কর্মকে নিষিদ্ধ করতে পারে না।
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لا يحرم الحرام الحلال
হাদীসের ব্যাখ্যা:
কোনো পুরুষ কোনো মহিলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে সেই মহিলার মাতা ও কন্যাকে তিনি আর কখনোই বিবাহ করতে পারেন না। ব্যভিচারের ফলে এইরূপ বিধান প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে সাহাবিগণের যুগ থেকেই মতভেদ রয়েছে। কেউ বলেছেন যে, এই বিধান শুধুমাত্র বিবাহের জন্য। হারাম সম্পর্ক বা ব্যভিচারের কারণে কোনো হালাল বিবাহ নষ্ট হয় না বা বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে না অন্যেরা বলেন, ব্যভিচারও বিবাহের মতো। ব্যভিচারী তার অবৈধ সঙ্গিনীর মাতা বা কন্যাকে বিবাহ করতে পারবে না । গ্রন্থকার উভয় পক্ষের দলীলগুলো উল্লেখ করেছেন । (অনুবাদক)
