ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৮৩
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮৩) তাবিয়ি ঈসা ইবন তালহা (১০০ হি.) বলেন, কোনো মহিলাকে তার আত্মীয়ার সাথে একত্রে বিবাহ করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তিনি এই নিষেধাজ্ঞা দিয়েছেন।
عن عيسى بن طلحة قال: نهى رسول الله صلى الله عليه وسلّم أن تنكح المرأة على قرابتها مخافة القطيعة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, দুইজন মহিলার মধ্যে যদি এরূপ আত্মীয়তার সম্পর্ক থাকে যে, দুজনের একজন পুরুষ হলে দ্বিতীয়জনকে বিবাহ করতে পারত না, তবে এইরূপ দুই মহিলাকে একত্রে স্ত্রীরূপে গ্রহণ করা অবৈধ । এরূপ ঘনিষ্ট আত্মীয়তার সম্পর্ক ছাড়া দূরবর্তী আত্মীয়াদেরকে একত্রে বিবাহ করা বৈধ বুখারি তা'লীকরূপে উদ্ধৃত করেছেন যে, আলী রা.র পৌত্র ইমাম হাসানের পুত্র প্রখ্যাত তাবিয়ি হাসান ইবন হাসান (মৃ. ৯৯ হি.) একই রাত্রে দুই চাচাতো বোনকে একত্রে বিবাহ করেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৮৩ | মুসলিম বাংলা