ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৮২
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মহিলাকে তার ফুফুর সাথে একত্র করা যাবে না এবং কোনো মহিলাকে তার খালার সাথে একত্র করা যাবে না। (কোনো পুরুষ একত্রে উভয়কে স্ত্রীরূপে গ্রহণ করতে পারবে না)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وخالتها
