ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৮১
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮১) ফাইরুয দাইলামি রা. বলেন, আমি (রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে তাঁকে) বললাম, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার স্ত্রীদ্বয় দুই বোন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি দুইজনের যে কোনো একজনকে বেছে নাও।
عن فيروز الديلمي رضي الله عنه قال: قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان فقال رسول الله صلى الله عليه وسلم: اختر أيتهما شئت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৮১ | মুসলিম বাংলা