ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৮০
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮০) নবী-পত্নী উম্মু হাবীবা রা. বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার বোনকে বিবাহ করুন। তখন নবী (ﷺ) বলেন, আমার জন্য তা বৈধ নয় ।
عن أم حبيبة رضي الله عنها قالت: يا رسول الله انكح أختي فقال النبي صلى الله عليه وسلم: إنها لا تحل لي
