ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৭৭
বিবাহ-শাদীর অধ্যায়
বংশ, বিবাহ ও চারের অধিক সংখ্যার কারণে বিবাহ নিষিদ্ধ মহিলাগণ
(১৫৭৭) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বংশ সম্পর্কের জন্য সাতজন মহিলাকে বিবাহ করা নিষিদ্ধ এবং বৈবাহিক সম্পর্কের কারণে সাতজন মহিলাকে বিবাহ করা নিষিদ্ধ। অতঃপর তিনি (সূরা নিসার ২৩ নং) আয়াতটি পাঠ করেন: 'তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাগণকে...'
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما: حرم من النسب سبع ومن الصهر سبع ثم قرأ (حرمت عليكم أمهاتكم) الآية
tahqiqতাহকীক:তাহকীক চলমান