ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৭৬
বিবাহ-শাদীর অধ্যায়
ওয়ালীমা ও দাওয়াত কবুল করতে হবে, যদি সেখানে আপত্তিকর খেলতামাশা না থাকে
(১৫৭৬) আবু আমির বা আবু মালিক আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে এমন কিছু সম্প্রদায় থাকবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে...।
كتاب النكاح
عن أبي عامر أو أبي مالك الأشعري مرفوعا: ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)