ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৭৮
বংশ, বিবাহ ও চারের অধিক সংখ্যার কারণে বিবাহ নিষিদ্ধ মহিলাগণ
(১৫৭৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, চার জনের অধিক স্ত্রী পুরুষের জন্য হারাম, যেরূপ তার জন্য তার মাতা, কন্যা ও ভগ্নি হারাম।
عن ابن عباس رضي الله عنهما: ما زاد على أربع فهو حرام كأمه وابنته وأخته
