ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৬৮
বিবাহের জন্য অভিভাবক ও দুইজন সাক্ষী শর্ত
(১৫৬৮) উম্মু সালামা রা. বলেন, (আমার স্বামী) আবু সালামা রা.র মৃত্যুর পরে রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আগমন করেন এবং তিনি আমার কাছেই আমাকে বিবাহ করার প্রস্তাব করেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার অভিভাবকদের কেউই উপস্থিত নেই। তিনি বলেন, উপস্থিত বা অনুপস্থিত তাদের কেউই এই বিবাহ অপছন্দ করবে না। তখন উম্মু সালামা (তার শিশুপুত্র উমার বিন আবু সালামাকে) বলেন, হে উমার, উঠো এবং রাসূলুল্লাহ (ﷺ) এর বিবাহের ব্যবস্থা করো । তখন তিনি তাকে বিবাহ করেন।
عن أم سلمة رضي الله عنها قالت: دخل على رسول الله صلى الله عليه وعلى آله وسلم بعد وفاة أبي سلمة فخطبني إلى نفسي فقلت: يا رسول الله إنه ليس أحد من أوليائي شاهدا فقال: إنه ليس منهم شاهد ولا غائب يكره ذلك قالت: قم يا عمر فزوج النبي صلى الله عليه وسلم. فتزوجها
