ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬৭
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহের জন্য অভিভাবক ও দুইজন সাক্ষী শর্ত
(১৫৬৭) উমার রা. বলেন, কোনো মেয়ের জন্য উচিত নয় সে, তার অভিভাবক অথবা তার পরিবারের অভিজ্ঞ কোনো মানুষ অথবা শাসক বা প্রশাসকের অনুমতি ছাড়া বিবাহ করবে।
كتاب النكاح
عن عمر بن الخطاب رضي الله عنه قال: لا يصلح لامرأة أن تنكح إلا بإذن وليها أو ذي الرأي من أهلها أو السلطان

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে পরিবারের যে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শে বিবাহ সম্পন্ন করতে অনুমতি দেওয়া হয়েছে। এতে বোঝা যায় যে, অভিভাবক বিবাহের শর্ত নয়। পাত্রীর স্বার্থ রক্ষা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তার জন্যই অভিভাবকের অনুমতির কথা হাদীসে উল্লেখ করা হয়েছে। (গ্রন্থকার)
tahqiqতাহকীক:তাহকীক চলমান