ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬৬
বিবাহের জন্য অভিভাবক ও দুইজন সাক্ষী শর্ত
(১৫৬৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত বিবাহ হয় না। এ ছাড়া যে বিবাহ তা বাতিল। যদি তারা বিসম্বাদে লিপ্ত হয় তাহলে যার অভিভাবক নেই রাষ্ট্র প্রশাসন তার অভিভাবক।
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: لا نكاح إلا بولي وشاهدي عدل وما كان من نكاح على غير ذلك فهو باطل فإن تشاجروا فالسلطان ولي من لا ولي له

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, পাত্রী বা কনের স্বার্থরক্ষার দিকে লক্ষ্য রেখেই বিবাহে অভিভাববকের অনুমতি শর্ত করা হয়েছে; যেন তার ভরণপোষণ, সমমর্যাদার যোগ্য পাত্র ও মোহর আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি না হয়। এজন্য যদি কোনো পাত্রী বা মেয়ে নিজেই নিজের জন্য সমমর্যাদার সুপাত্রে সমর্পণ করতে পারে এবং নিজের মোহর ইত্যাদিতে কোনো ত্রুটি না করে তাহলে তার বিবাহ বৈধ হওয়া উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান