ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬৯
বিবাহে শর্ত আরোপ করা
(১৫৬৯) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিবাহের সময় যে শর্ত স্বীকার করে তোমরা স্ত্রীকে বৈধ করেছ, সেই শর্ত পূরণ করা সবচেয়ে বেশী জরুরি।
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: إن أحق الشرط أن يوفى به ما استحللتم به الفروج
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৬৯ | মুসলিম বাংলা