ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬৪
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিবাহ উপলক্ষে সমবেত কিছু আনসার মহিলার নিকট দিয়ে গমন করেন। তখন তারা গান গাচ্ছিলেন...।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم مرّ بنساء من الأنصار في عرس لهن وهن يغنين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৬৪ | মুসলিম বাংলা