ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬৩
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬৩) আয়িশা রা. বলেন, আমার নিকট একটি এতিম মেয়ে ছিল । একদিন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মেয়েটির খবর কী? আমি বললাম, তাকে (বিবাহ দিয়ে) স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, তুমি কি দফ বাজিয়ে গান করার জন্য তার সাথে কোনো মেয়েকে পাঠিয়েছ? আয়িশা রা. বলেন, মেয়েটি কী বলে গান গাবে? তিনি বলেন, সে বলবে, 'আমরা এসেছি তোমাদের কাছে, আমরা এসেছি তোমাদের কাছে, তোমরা আমাদের স্বাগত জানাও আমরা তোমাদের অভিনন্দন জানাব। লালচে স্বর্ণ না হলে তোমাদের প্রান্তরে আসত না ধূসর গম না হলে তোমাদের কুমারীরা স্বাস্থ্যবতী কমনীয় হয়ে উঠত না'।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: ما فعلت فلانة ليتيمة كانت عندها فقلت: أهديناها إلى زوجها قال فهل بعثتم معها بجارية تضرب بالدف وتغني؟ قالت: تقول ماذا؟ قال: تقول: أتيناكم أتيناكم فحيونا نحييكم لولا الذهب الأحمر ما حلت بواديكم ولولا الحنطة السمراء ما سمنت عذاريكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৬৩ | মুসলিম বাংলা