ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৬২
বিবাহ উপলক্ষে আনন্দ-উল্লাস করা, গান গাওয়া, দফ বাজানো এবং বিবাহ অনুষ্ঠানে কাড়াকাড়ি করে খাওয়া
(১৫৬২) আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি একটি মেয়েকে আনসারদের এক ব্যক্তির সাথে বিবাহ দেন। তখন আল্লাহর নবী (ﷺ) বলেন, হে আয়িশা, তোমাদের কাছে কোনো খেলাধুলা বা আনন্দ-উল্লাসের ব্যবস্থা নেই? আনসার সম্প্রদায়ের মানুষেরা, অর্থাৎ মদীনাবাসীরা আনন্দ উল্লাস পছন্দ করে ।
عن عائشة رضي الله عنها أنها زفت امرأة إلى رجل من الأنصار فقال نبي الله صلى الله عليه وسلم يا عائشة ما كان معكم لهو فإن الأنصار يعجبهم اللهو
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের অন্য বর্ণনায়: তুমি কনের সাথে একটি একটি গায়িকা মেয়েকে পাঠালে না কেন, যে দফ বাজিয়ে গান করত... ফাতহুল বারি ৯/২২৬। (অনুবাদক)
