ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৫৮
বিবাহের খুতবা (বক্তৃতা) এবং বিবাহ পরবর্তী দুআ
(১৫৫৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা (আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা.) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিবাহ করবে বা কোনো দাসী ক্রয় করবে সে যেন তখন বলে, 'হে আল্লাহ আমি আপনার নিকট তার কল্যাণ প্রার্থনা করছি এবং যে স্বভাব-প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আমি তার অকল্যাণ থেকে এবং যে স্বভাব-প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি'।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: قال إذا تزوج أحدكم امرأة أو اشترى خادما فليقل: اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها ومن شر ما جبلتها عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৫৮ | মুসলিম বাংলা