ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৫৯
 বিবাহ-শাদীর অধ্যায়
অন্যের প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া
(১৫৫৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো ব্যক্তি তার ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর প্রস্তাব দিবে না, যতক্ষণ না প্রথম প্রস্তাবকারী তার প্রস্তাব পরিত্যাগ করে বা প্রথম প্রস্তাবকারী তাকে অনুমতি দেয়।
كتاب النكاح
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا يخطب الرجل على خطبة أخيه حتى يترك الخاطب قبله أو يأذن له الخاطب