ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৫৭
বিবাহের খুতবা (বক্তৃতা) এবং বিবাহ পরবর্তী দুআ
(১৫৫৭) আবু হুরাইরা রা. বলেন, কেউ বিবাহ করলে রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকে বিবাহের শুভেচ্ছা-অভিনন্দন জানাতেন তখন তিনি বলতেন, 'আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার উপরে বরকত দিন এবং তোমাদের উভয়কে কল্যাণের মধ্যে একত্র রাখুন।
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رفأ الإنسان إذا تزوج قال: بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير
