ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৫২
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে সাওয়াবের উদ্দেশ্যে বিবাহ করে তাহলে আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় যে তিনি তাকে সাহায্য করবেন এবং তাকে বরকত দান করবেন।
عن جابر رضي الله عنه مرفوعا: من تزوج ثقة بالله واحتسابا كان حقا على الله أن يعينه وأن يبارك له
