ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৫৩
পাত্র কর্তৃক পাত্রীকে দেখা
(১৫৫৩) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব করে, তাহলে সম্ভব হলে সে পাত্রীকে দেখবে, যেন তার বিবাহের আগ্রহ সৃষ্টি হয়।
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها فليفعل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৫৩ | মুসলিম বাংলা