ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৫১
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫১) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিবাহের নির্দেশ দিতেন এবং বিবাহ-সংসার বর্জন করে ইবাদত-বন্দেগিতে পড়ে থাকতে কঠিনভাবে নিষেধ করতেন। এবং তিনি বলতেন, তোমরা স্নেহময়ী-প্রেমময়ী, অধিক সন্তান প্রদানে সক্ষম নারীদেরকে বিবাহ করবে, কারণ আমি কিয়ামতের দিন উম্মাতের বর্ধিত সংখ্যা দিয়ে নবীগণের কাছে গৌরব প্রকাশ করব।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يأمر بالباءة وينهى عن التبتل نهيا شديدا ويقول: تزوجوا الودود الولود إني مكاثر الأنبياء يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৫১ | মুসলিম বাংলা